কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ১২ এপ্রিল ২০১৮
কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন স্মিথ-ওয়ার্নার

বল টেম্পারিংয়ের দায়ে এরই মধ্যে এক বছরের জন্য অস্ট্রেলিয়া ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। একই অপরাধে খেলা হচ্ছে না আইপিএলেও। এবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন এই তিন ক্রিকেটার।

কেন্দ্রীয় চুক্তিতে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত এই তিন ক্রিকেটারের সঙ্গে আরও বাদ পড়েছেন জেমস প্যাটিসন, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা। তবে নতুন করে চুক্তিতে অন্তর্ভুক্তি হয়েছে শন মার্শ, টিম পেইন, অ্যান্ড্রু টাই।

এদিকে নতুন চুক্তিতে ক্রিকেটারদের জন্য একটি বিশেষ নিয়ম চালু করা হয়েছে। যেখানে চুক্তি হবে আন্তর্জাতিক ম্যাচের পয়েন্ট অনুসারে। টেস্ট ম্যাচের জন্য ৫ পয়েন্ট, ওয়ানডে ক্রিকেটের জন্য ২ পয়েন্ট আর টি-টোয়েন্টি ম্যাচের জন্য ধরা হয়েছে ১ পয়েন্ট।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন যারা:
অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ, টিম পেইন, ম্যাট রেনশ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই।



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

মোস্তাফিজদের হারিয়ে দিল ব্রাভো

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজ

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএল দেখা যাবে যেসব টিভি চ্যানেলে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে

আইপিএলে আজ মাঠে নামছেন মোস্তাফিজ, সাকিব কবে