অ্যাডিলেড টেস্টের মাঝেই চোটে পড়েছেন রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
অ্যাডিলেড টেস্টের মাঝেই চোটে পড়েছেন রুট

অ্যাডিলেড টেস্টের দিনের শুরুতে ফিল্ডিংয়ে নামেননি ইংলিশ অধিনায়ক জো রুট। তখন জানা না গেলেও পরে জানা যায়, অনুশীলনে পাওয়া চোটের কারণেই মাঠে নামতে পারেননি তিনি।

ব্রিসবেন টেস্টে হারের পর অ্যাডিলেড টেস্টেও হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। এমন সময় অধিনায়কের ছিটকে যাওয়ার বিষয়টি ইংল্যান্ডকে বেশ ভোগাবে। এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম।

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনের সকালে অনুশীলনের সময় তলপেটে ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে চতুর্থ দিনে ফিল্ডিংয়ে নামেননি তিনি। এমনকি টেস্টের পঞ্চম দিনেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তবে বিষয়টি এখনও নিশ্চিত করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।

অ্যাডিলেড টেস্টে প্রায় হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অজি ব্যাটারদের দারুণ পারফর্মেন্সে ইংলিশদের সামনে ৪৬৮ রানের লক্ষ্য দাঁড়িয়েছে।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসের পর অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসেও ইংলিশদের হয়ে লড়াই করেছেন জো রুট এবং ডেভিড মালান। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৬২ রান করেছেন তিনি। এছাড়াও মালানের ব্যাট থেকে আসে ৮০ রান।

দলের এই বিপদের সময় অধিনায়ক রুটের মাঠে থেকে ছিটকে পড়া ইংলিশদের সামনে বেশ বড় বিপদই অপেক্ষা করছে। ইংলিশ ব্যাটারদের অধারাবাহিকতার বছরে বছরজুড়েই দারুণ পারফর্মেন্সে করেছেন রুট। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন ইংলিশ অধিনায়ক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাডিলেড টেস্টে করোনার হানা

অ্যাডিলেড টেস্টে করোনার হানা

গোলাপি বলে স্টার্কের পঞ্চাশ উইকেট শিকার

গোলাপি বলে স্টার্কের পঞ্চাশ উইকেট শিকার

বাড়িতে ফেরার অনুমতি পেলেন কামিন্স

বাড়িতে ফেরার অনুমতি পেলেন কামিন্স

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং