গোলাপি বলে স্টার্কের পঞ্চাশ উইকেট শিকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
গোলাপি বলে স্টার্কের পঞ্চাশ উইকেট শিকার

ছয় বছর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচের সাথে পরিচিত হয় ক্রিকেট বিশ্ব। অ্যাশেজে চলমান অ্যাডিলেড টেস্ট গোলাপি বলে ১৭তম টেস্ট। এ টেস্টেই প্রথম বোলার হিসেবে গোলাপি বলে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক।

গোলাপি বলের টেস্টে এখন পর্যন্ত ৫১ জন ব্যাটার করেছেন ৮০ টি অর্ধশতক, দুইটি ট্রিপ সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি এবং ১৯ টি শতরানের ইনিংস। তবে এতোদিন গোলাপি বলে কোনো বোলারের ৫০ উইকেট শিকারের কীর্তি ছিল না। সে রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক প্রথম বোলার হিসেবে এ কীর্তি গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে এ রেকর্ড গড়েন তিনি।

গোলাপি বলের টেস্টে দল হিসেবে সবচেয়ে বেশি নয়টি ম্যাচ খেলেছে স্টার্ক। যার সব কয়টিতেই একাদশে ছিলেন মিচেল স্টার্ক। নয় ম্যাচে ১৬ ইনিংস বল করে ৫০ উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে তিনবার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং ৬৬ রানে ৬ উইকেট।

দিবা-রাত্রির টেস্টে অ্যাডিলেড টেস্টের আগে স্টার্কের নামের পাশে ছিল ৪৬ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর এতেই প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন স্টার্ক।

স্টার্কের পরে অবস্থানে আছেন তারই জাতীয় দল সতীর্থ জশ হ্যাজলেউড। সেরা পাঁচের চারজনই অস্ট্রেলিয়ান।

দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি

১। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) - ১৬ ইনিংসে ৫০ উইকেট, সেরা বোলিং ৬/৬৬
২। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া) - ১৩ ইনিংসে ৩২ উইকেট, সেরা বোলিং ৬/৭০
৩।নাথান লিয়ন (অস্ট্রেলিয়া) - ১৬ ইনিংসে ৩২ উইকেট, সেরা বোলিং ৫/৬৯
৪।প্যাট কামিনস (অস্ট্রেলিয়া) - ১০ ইনিংসে ২৬ উইকেট, সেরা বোলিং ৬/২৩
৫।ইয়াসির শাহ (পাকিস্তান) - ৭ ইনিংসে ১৮ উইকেট, সেরা বোলিং ৬/১৮

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাড়িতে ফেরার অনুমতি পেলেন কামিন্স

বাড়িতে ফেরার অনুমতি পেলেন কামিন্স

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অভিষেকেই সর্বোচ্চ ক্যাচের রেকর্ড অ্যালেক্স ক্যারির

অভিষেকেই সর্বোচ্চ ক্যাচের রেকর্ড অ্যালেক্স ক্যারির

অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা