লাক্ষ্ণৌয়ের মেন্টর হলেন গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
লাক্ষ্ণৌয়ের মেন্টর হলেন গম্ভীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে লাক্ষ্ণৌ। এখনও দলের নাম চূড়ান্ত না করলেও ইতিমধ্যেই কোচ এবং মেন্টর নিয়োগ করেছে ফ্রাঞ্চাইজিটি। মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।

একদিন আগেই দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার। কোচিং প্যানেলের অন্য সদস্যদের আগে মেন্টর নিয়োগ করলো তারা।

গৌতম গম্ভীরকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাক্ষ্ণৌ। শনিবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

সর্বশেষ ২০১৮ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন গৌতম গম্ভীর। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার আইপিএলের শিরোপা জিতেছিলেন তিনি।

গম্ভীরের নিয়োগের ব্যাপারে লক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আমরা তাকে (গম্ভীর) নিয়েছি। আশা করি সে আমাদের সাথে ভালো কাজ করবে।’

লাক্ষ্ণৌয়ের দায়িত্ব পেয়ে নিজেও বেশ উচ্ছ্বসিত গম্ভীর। তিনি বলেন, ‘আরপিএসজি গ্রুপকে ধন্যবাদ আমাকে নতুন ভূমিকায় উপস্থাপন করার জন্য। আমার মধ্যে এখনও জয়ের ক্ষুধা বেঁচে রয়েছে। কেকেআরের হয়ে দু’বার আইপিএল জেতার স্বাদ এখনও আমাকে তৃপ্তি দেয়।’

চলতি বছরের অক্টোবরে আইপিএলে নতুন দুইটি দলের জন্য নিলাম আয়োজন করেছিল বিসিসিআই। সেখানে ৭০৯০ কোটি রুপিতে লাক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে নিয়েছে আরপিএসজি গ্রুপ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আসছেন স্টেইন

হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আসছেন স্টেইন

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই

আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

আইপিএলে নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রাহুল

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল