বিপিএল পরিকল্পনায় পরিবর্তনের আভাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
বিপিএল পরিকল্পনায় পরিবর্তনের আভাস

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনে সময় বাড়িয়েছে সেদেশের স্বাস্থ্য বিভাগ। এছাড়াও ২০২২ সালে পুরোটা সময় আন্তর্জাতিক সিরিজ এবং টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় দল। এ কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের শঙ্কা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছেন, বিপিএলের পরিকল্পনা আসতে পারে পরিবর্তন।

বিসিবির অনুরোধে কোয়ারেন্টাইনের মেয়াদ সাতদিন করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তবে একই বিমানে অন্য যাত্রীর শরীরে করোনা পাওয়ায় ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়েছে সেদেশের সরকার। তাই তো বেশ কঠিন মানসিক অবস্থায় আছে বাংলাদেশ দল। এমনটাই মনে করেন বিসিবি সভাপতি।

এরই মধ্যে আলোচনা চলছে বিপিএলের অষ্টম আসর। এখানে জাতীয় দলে থাকা ক্রিকেটাররা খেললে তাদের উপর দিয়ে অতিরিক্ত চাপ যাবে বলে মনে করেন বিসিবি সভাপতি। তাই তো বিপিএলের পরিকল্পনায় পরিবর্তন আনার আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তার মতে বিপিএলের পরিকল্পনা চূড়ান্ত না হলেও কিছু পরিবর্তন আনতে পারে বিসিবি। তিনি জানান, জাতীয় দলে থাকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে গড়াতে পারে বিপিএল। নিউজিল্যান্ড সিরিজ থেকে ফিরে বিশ্রাম করে তবে বিপিএলে যোগ দিতে পারেন ক্রিকেটাররা।

তিনি বলেন, ‘যারা ওখানে (নিউজিল্যান্ড) আছে, তাদেরকে বাদ দিয়ে বিপিএল শুরু হয়ে যাবে। যারা ওখানে আছে, আসার পরে ওদেরকে তিন-চারদিন বিশ্রাম দেওয়া হবে। এরপর বিপিএলে যোগ দিবে। বাদ দেওয়া মানে বলছি না, ওরা খেলতে পারবে না। ওরাও জয়েন করবে হয়তো খেলবে না। এতে ওদের যদি কোনো অর্থনৈতিক সমস্যা হয়, তাহলে বোর্ড সেটা দিয়ে দিবে। অর্থনৈতিক ক্ষতি যেন না হয়, সেটা আমরা দেখতেছি।’

এছাড়াও বিপিএলে ভেন্যু এবং ফ্রাঞ্চাইজি কমানোর মতো সিদ্ধান্তও আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘তিনটা ভেন্যুর জন্য আমাদের ছয়দিন ভ্রমণ আছে। ভেন্যু একটা কমালে দুই দিন সেভ করতে পারি। এটা করবো বলছি না, এগুলো বিকল্প হতে পারে।’

এছাড়াও নাজমুল হাসান আরও বলেন, ‘ছয়টার জায়গায় পাঁচটা টিম করলে চার-পাঁচদিন সময় পাই। এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে।’

তবে সকল সিদ্ধান্ত নিউজিল্যান্ডে দলের অবস্থার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘২১ তারিখে নিউজিল্যান্ডের সিদ্ধান্ত জানানোর পর নির্দিষ্ট করে জানানো যাবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল

পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা

একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা