পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল

প্রাণঘাতি করোনা ইস্যুতে শঙ্কা তৈরি হলেও আপাতত নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে না বাংলাদেশ টেস্ট দল। ২১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত চলমান কোয়ারেন্টাইন পরবর্তী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে পরিচালকদের নিয়ে জরুরি মিটিংয়ে বসেছিলেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় ক্রিকেটারদের অনেকে দেশে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু এটার কোন সুযোগ নেই।

পাপন বলেন, ‘হ্যাঁ, তবে ২১ তারিখের (ডিসেম্বর) পর যদি কোয়ারেন্টাইন বেড়ে যায় তাহলে আমরা ওদের (নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড) সাথে কথা বলতে পারি। এটা ওদের হাতে নেই। এটা পুরোটা ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে।’ 

ঢাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড পৌঁছে রুমবন্দি তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে মাঠের অনুশীলন শুরু করলেও নতুন বিপত্তি ঘটে।

দলের সাথে যাওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ায় পুরো দলকেই আবারও তিনদিনের বাড়তি কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে।

ফলে টানা খেলার মধ্যে থাকা টাইগারদের নিউজিল্যান্ড গিয়ে ১৩ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে। বাড়তি তিনদিন শেষে সবাই নেগেটিভ না হলেও নিউজিল্যান্ডে অনুশীলন করার অনুমতি পাবে না বাংলাদেশ ক্রিকেট দল।

দুই দেশের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সূচি রয়েছে ১ জানুয়ারি। মাঠের লড়াই শুরু হতে এখনো বেশ সময় থাকলেও করোনা ইস্যুতে টানা কোয়ারেন্টাইনের কারণে টাইগারদের খেলায় বেশ ভালোভাবেই প্রভাব পড়বে। এসব নানা বিষয় নিয়েই বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা।

পাপন বলেন, ‘২১ তারিখের পর কোয়ারেন্টাইন বাড়ানো হলে আমরা তাদের (নিউজিল্যান্ড) বোর্ডের সাথে আলোচনা করবো, কী করা যায়। বাংলাদেশ সিরিজের এক সপ্তাহ পর তারা (নিউজিল্যান্ড) অস্ট্রেলিয়ায় যাচ্ছে। তাই তাদের হাতেও সময় নেই। আমরা দুই/তিন/চার দিনের জন্য শিডিউল পিছিয়ে দিতে পারি, তবে আমি এখন পর্যন্ত জানি না। একটি পরিষ্কার হতে আমাদের ২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

নর্থ জোনকে ইনিংস ব্যবধানে হারালো ওয়ালটন সেন্ট্রাল জোন

নর্থ জোনকে ইনিংস ব্যবধানে হারালো ওয়ালটন সেন্ট্রাল জোন

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

মিজানুর-মিঠুনের পর সৌম্যর সেঞ্চুরি, ওয়ালটনের রান পাহাড়

মিজানুর-মিঠুনের পর সৌম্যর সেঞ্চুরি, ওয়ালটনের রান পাহাড়