টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য দল গোছানো শুরু করেছি কাউন্টির দলগুলো। এরই অংশ হিসেবে ২০২২ মৌসুমেও আফগান তারকা রশিদ খানকে দলে রাখছে কাউন্টি ক্লাব সাসেক্স।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সাসেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০২২ টি-টোয়েন্টি ব্লাস্টেও সাসেক্সের হয়ে খেলবেন রশিদ খান। এর আগে ২০২১ টি-টোয়েন্টি ব্লাস্টে ছিলেন এ আফগান তারকা।
রশিদ খান ছাড়াও আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাসেক্স। রশিদ খান ছাড়াও থাকবেন মোহাম্মদ রিজওয়ান এবং ট্রাভিস হেড। একাদশে যেকোনো দুই বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে সাসেক্স কর্তৃপক্ষ।
২০১৮ সালে প্রথমবারের মতো সাসেক্সের হয়ে মাঠে নামেন রশিদ খান। এরপর থেকে প্রতি মৌসুমেই সাসেক্সের হয়ে খেলছেন এ আফগান তারকা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৯২ ম্যাচ খেলেছেন রশিদ খান। এ সময়ে ৬.৩৬ গড়ে শিকার করেছেন ৪০৩ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী এ তারকা।
২০২১ মৌসুমে সাসেক্সের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেছিলেন রশিদ খান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে আগে-ভাগেই দল ছাড়েন তিনি। তবে এ মৌসুমে পুরো সময় খেলতে আগ্রহী হয়ে আছেন রশিদ খান। এমনটাই জানিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]