ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম পূর্ণ সদস্য দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এ সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে খেলবে। তবে এ দুই সিরিজের আগে ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। করোনায় আক্রান্ত হয়েছেন চার ক্রিকেটার। এছাড়াও করোনায় আক্রান্ত রয়েছেন সাপোর্ট স্টাফের একজন।
ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র সফরের আগে করোনা আক্রান্ত হওয়ায় দলের সাথে বিমান ধরতে পারেননি ব্যারি মাককার্থি এবং জর্জ ডকরেল।
দুইজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশন শেষে করোনা টেস্টে নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিবেন তারা।
এছাড়াও ইউএস টি-টোয়েন্টি ওপেন টুর্নামেন্টে খেলছেন দুই আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর এবং গ্যারেথ ডেলানি। দুইজনই জাতীয় দলে যোগ দেওয়া আগ মূহূর্তে করোনা পজিটিভ হয়েছেন। দুইজনকেই ১০ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া কোভিড-১৯ পজিটিভ একজনের সংস্পর্শে আসায় দলের যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না ক্রেইগ ইয়াং। তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে পিসিআর টেস্টে নেগেটিভ আসলেই দলের সাথে যোগ দিতে পারবেন।
এদিকে একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা জশ লিটলকে দলে ডেকেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে চলতি বছরের ২২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দুই টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। এরপর ক্যারিবিয়ানে সফর করবে তারা। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৮ থেকে ১৪ জানুয়ারির মধ্যে। একমাত্র টি-টোয়েন্টিটি হবে ১৭ জানুয়ারি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]