করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স। ছিলেন আইসোলেশনে। আইসোলেশনে থাকা অবস্থায় বাড়িতে ফেরার অনুমতি পেয়েছেন অজি অধিনায়ক। নিজ বাড়িতেই করবেন আইসোলেশন।
বুধবার (১৫ ডিসেম্বর) অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের আগের দিন খেতে গিয়ে করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসেন প্যাট কামিন্স। এ কারণেই অ্যাডিলেড টেস্টে নামতে পারেননি তিনি।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, নিজ বাড়িতে ফিরতে পারবেন কামিন্স। শনিবার (১৮ ডিসেম্বর) নিজে গাড়ি চালিয়ে হোটেল থেকে বের হবেন কামিন্স। এরপর প্রাইভেট বিমানে চড়ে সিডনিতে পরিবারের কাছে ফিরবেন তিনি।
অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্ট শুরুর আগের দিন নিউ সাউথ ওয়েলসের পেসার হ্যারি কনওয়ের সাথে রাতের খাবার খেতে বের হন প্যাট কামিন্স। তাদের লাগোয়া টেবিলে থাকা এক ব্যক্তির কোভিড পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়। তখন থেকেই আইসোলেশনে আছেন কামিন্স।
এ ঘটনার পর বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কোভিড টেস্টের মুখোমুখি হন এ অজি পেসার। তবে সাউথ অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী সার দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কামিন্সকে। তাই তো অ্যাডিলেড টেস্ট মিস করছেন তিনি।
কামিন্সের অনুপস্থিতিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডের পর অধিনায়ক হিসেবে এই প্রথম টস করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]