ব্যাট হাতে দারুণ একটি বছর কাটালেন মোহাম্মদ রিজওয়ান। এরই ফল স্বরুপ ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সে ডাক পেয়েছেন তিনি। ২০২২ সালে কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলবেন এ উইকেট রক্ষক ব্যাটার।
২০২২ কাউন্টি চ্যাম্পিয়নশিপ এবং টি-টোয়েন্টি ব্লাস্টের দলে মোহাম্মদ রিজওয়ানকে ভিড়িয়েছে সাসেক্স। বেন ব্রাউনের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে কাউন্টি ক্লাবটি।
২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সফর শেষ করে ইংল্যান্ড কাউন্টি খেলতে যাবেন মোহাম্মদ রিজওয়ান। সেখানে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত খেলবেন তিনি। মূলত টি-টোয়েন্টি ব্লাস্টের জন্যই তাকে দলে ভিড়িয়েছে সাসেক্স ক্লাব।
শুধু মোহাম্মদ রিজওয়ান নন কাউন্টিতে থাকবেন পাকিস্তানের আরও কয়েকজন ক্রিকেটার। কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের হয়ে খেলবেন ওপেনার শান মাসুদ, গ্লাস্টারশায়ারের হয়ে খেলবেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাফর গোহার এবং মিডলসেক্সের জার্সিতে শাহিন শাহ আফ্রিদিকে দেখা যাবে।
সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন সাবেক পাকিস্তানি দুই কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ এবং সাকলায়েন মুশতাক। এছাড়াও কোচ হিসেবে সাসেক্সের হয়ে কাজ করেছেন এ দুই ক্রিকেটার।
পাকিস্তানের বর্তমান কোচ হিসেবে কাজ করছেন সাকলায়েন মুশতাক। মূলত তার মাধ্যমেই রিজওয়ানকে দলে ভিড়িয়েছে সাসেক্স।
চলতি বছর ৯ টেস্টে ৪৫.৫০ গড়ে ৪৫৫ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে দুই হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানের রেকর্ড ছুয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]