স্থগিত উইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২১
স্থগিত উইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছে করোনা। একে একে আটজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ কারণে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিনই ওয়ানডে সিরিজ স্থগিত করেছে দুই দল।

উইন্ডিজ দলে করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বাড়তে থাকায় সফর নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাকে সত্যি পরিণত করে স্থগিত হলো সফর।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) তৃতীয় টি-টোয়েন্টির আগে করোনায় আক্রান্ত হন উইন্ডিজ দলের পাঁচজন। এর মধ্যে তিনজন ক্রিকেটার এবং দুইজন কোচিং স্টাফ।

এরপরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক যৌথ বিবৃতিতে এ সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানায়। নতুন সূচি অনুযায়ী ২০২২ সালের জুনে এ সিরিজ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রোস্টন চেজ, কাইল মায়ার্স এবং শেলডন কটরেল। আর তৃতীয় টি-টোয়েন্টির আগে করোনায় আক্রান্ত হন শাই হোপ, আকিল হোসেন এবং জাস্টিন গ্রিভস।

পাকিস্তানে করোনা আক্রান্ত হওয়া উইন্ডিজ ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। ছয় ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের জন্য একাদশ সাজানোই কঠিন হয়ে পড়েছে। তবুও তৃতীয় টি-টোয়েন্টি খেলেছে দুই দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইরিশদের উইন্ডিজ সফরের সূচি প্রকাশ

আইরিশদের উইন্ডিজ সফরের সূচি প্রকাশ

দীর্ঘদিন পর বিগব্যাশে ফিরছেন রাসেল

দীর্ঘদিন পর বিগব্যাশে ফিরছেন রাসেল

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

মাঠে শতভাগ দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

মাঠে শতভাগ দর্শক ফেরাচ্ছে পাকিস্তান