সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ দলে হানা দিয়েছিল করোনা। সেবার তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনা আক্রান্ত হয়েছেন তিন ক্রিকেটারসহ মোট পাঁচ জন। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দল নামানোটাই উইন্ডিজদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মাঠে গড়ানোর কথা রয়েছে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। এ ম্যাচের দিন সকালে জানা যায় উইন্ডিজ দলের পাঁচ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন তিন ক্রিকেটার এবং দুই কোচিং স্টাফ।
প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই তো আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে করাচিতে মাঠে নামার কথা রয়েছে তাদের।
সিরিজ শুরুর আগে উইন্ডিজ দলের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে রাখা হয়েছে আইসোলেশনে। এবার তৃতীয় টি-টোয়েন্টির আগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিনজন। ফলে ১৩ জন ক্রিকেটারদের মধ্যে থেকে একাদশ গঠন করে উইন্ডিজদের মাঠে নামতে হবে।
সিরিজের মাঝ পথে করোনায় আক্রান্ত হয়েছেন শাই হোপ, আকিল হোসেন এবং জাস্টিন গ্রিভস। এছাড়াও কোচিং স্টাফদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং। তাদের সবাইকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। তাই তো ওয়ানডে সিরিজেও পাওয়া যাচ্ছে না এ তিন ক্রিকেটারকে।
এর আগে সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কাইল মেয়ার্স, রোস্টন চেস ও শেলডন কটরেল। এ তিনজনও রয়েছেন ১০ দিনের কোয়ারেন্টাইনে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]