বাছাই পর্ব শেষে চূড়ান্ত হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের আট দল। বাছাই পর্ব শেষে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে টাইগ্রেসদের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’-এর প্রভাবে মাঝপথেই বাতিল করা হয় নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ তিন দলকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি। সে নিয়মের কারণেই ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
২০২২ সালের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। এ আসরে সবগুলো দল রবিন রাউন্ড পদ্ধতিতে একে অপরের মোকাবিলা করবে।
২০২২ সালের ৪ মার্চ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। তবে টাইগ্রেসরা প্রথম মাঠে নামবে ৫ মার্চ। প্রথম ম্যাচে জাহানারা-জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপের বাকি ছয় ম্যাচে যথাক্রমে ৭, ১৪,১৮,২২,২৫ এবং ২৭ মার্চ মাঠে নামে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।
রবিন রাউন্ড পদ্ধতিতে খেলা হওয়ায় শীর্ষ চার দল সেমি-ফাইনাল খেলার সুযোগ পাবে। সেমি-ফাইনাল শেষে ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল।
বাংলাদেশের ম্যাচ সূচি
৫ মার্চ ২০২২,বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা,ডানেডিন
৭ মার্চ ২০২২,বাংলাদেশ - নিউজিল্যান্ড,ডানেডিন
১৪ মার্চ ২০২২,বাংলাদেশ - পাকিস্তান,হ্যামিল্টন
১৮ মার্চ ২০২২,বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ,বে-ওভাল
২২ মার্চ ২০২২,বাংলাদেশ - ভারত,হ্যামিল্টন
২৫ মার্চ ২০২২,বাংলাদেশ - অস্ট্রেলিয়া,ওয়েলিংটন
২৭ মার্চ ২০২২,বাংলাদেশ - ইংল্যান্ড,ওয়েলিংটন
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]