অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সহজ গ্রুপে বাংলাদেশ

চলতি ডিসেম্বরের ২৩ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পুরো আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচিতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশের যুবারা।

এশিয়ার আট দেশের এ টুর্নামেন্টকে ‌‘এ’ এবং ‘বি’ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। এছাড়া ‘এ’ গ্রুপের চার দল হলো- ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান যুব বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর। 

এশিয়া কাপ শেষ করেই বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ যুব দল। এশিয়া কাপের আগে বেশ দারুণ ছন্দে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সম্প্রতি ভারত সফরে ভারতীয় অনূর্ধ্ব ১৯ ‘এ’ দল এবং অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলকে হারিয়ে ত্রি-দলীয় টুর্নামেন্ট জিতেছে যুব টাইগাররা।

এছাড়াও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জিতেছে বাংলাদেশ যুব দল। যদিও শ্রীলঙ্কা সফরে লঙ্কানদের কাছে ধবলধোলাই হয়েছিল যুবারা। এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন বিশ্বকাপজয়ী দলের সদস্য রকিবুল হাসান।

যুব এশিয়া কাপ সূচি

গ্রুপ পর্ব
২৩ ডিসেম্বর- ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
২৩ ডিসেম্বর- আফগানিস্তান বনাম পাকিস্তান
২৩ ডিসেম্বর- বাংলাদেশ বনাম নেপাল
২৪ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম কুয়েত
২৫ ডিসেম্বর- ভারত বনাম পাকিস্তান
২৫ ডিসেম্বর- আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
২৫ ডিসেম্বর- বাংলাদেশ বনাম কুয়েত
২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম নেপাল
২৭ ডিসেম্বর- ভারত বনাম আফগানিস্তান
২৭ ডিসেম্বর- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
২৮ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 
২৮ ডিসেম্বর- নেপাল বনাম কুয়েত

সেমিফাইনাল- ৩০ ডিসেম্বর

ফাইনাল- ৩১ ডিসেম্বর

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর