ইনজুরির শঙ্কা কাটিয়ে অ্যাডিলেড টেস্টে ওয়ার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
ইনজুরির শঙ্কা কাটিয়ে অ্যাডিলেড টেস্টে ওয়ার্নার

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ইনজুরিতে পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপরেই তার অ্যাডিলেড টেস্টে খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা। শঙ্কার মধ্যেই অ্যাডিলেড টেস্টে ওয়ার্নারের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।

ব্রিসবেন টেস্টে ব্যাটিংয়ের সময় মার্ক উডের একটি বল বুকের পাজরে আঘাত পান ওয়ার্নার। এ কারণে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করেননি তিনি। এমনকি অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামেননি ওয়ার্নার।

এ ঘটনার পর গুঞ্জন উঠে ইনজুরির কারণে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। এমনকি বায়ো-বাবল ভেঙে পরিবারের কাছে ফিরেছেন তিনি।

সংবাদ মাধ্যমে এ ভুল ভাঙেন অজি ব্যাটার ট্রাভিস হেড। সোমবার (১৪ নভেম্বর) সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তাকে নিয়ে কিছুটা আশঙ্কা ছিল। যদিও আমরা তাকে নিয়ে ঝুঁকি নিইনি। ব্রিসবেনে সে দারুণভাবে ব্যাটিং করছিল। যদিও বোলাররা তাকে এক দিনের ছুটি দিয়েছে।’

এ বিশ্রামের কারণে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন হেড। এ বিষয়ে হেড বলেন, ‘আমার মনে হয় সে বিশ্রাম পেয়ে গেছে। মনে হচ্ছে ডেভিডকে নিয়ে আর কোনো ইস্যু নেই। সে মাঠে নামতে প্রস্তুত। যদিও সে অনুশীলন করবে কিনা এটা আমি জানি না।’

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৯৪ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ওয়ার্নার এবং হেডের ব্যাটে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের সংগ্রহে ভর করে ব্রিসবেন টেস্ট জিতে নেয় অজিরা। ম্যাচটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেড টেস্টে ওয়ার্নারের থাকা নিশ্চিত হলেও থাকছেন না জশ হ্যাজলেউড। ব্রিসবেন টেস্টে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে থাকছেন না অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলেড। তার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন ঝাই রিচার্ডসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাডিলেডে ইংলিশ স্কোয়াডে ফিরছেন অ্যান্ডারসন-ব্রড

অ্যাডিলেডে ইংলিশ স্কোয়াডে ফিরছেন অ্যান্ডারসন-ব্রড

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে জরিমানা

অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট

অ্যাশেজের পঞ্চম টেস্টের নতুন ভেন্যু হোবার্ট