তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে সিরিজ দুটি অনুষ্ঠিত হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত টানা দুই বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে এসিবি। প্রকাশিত এফটিপি অনুযায়ী, নতুন বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে রশিদ-নবিরা।
বাংলাদেশ সফরে খেলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজ শেষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল।
আফগানিস্তান ক্রিকেট দল সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশসহ ২০২২-২৩ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে মোট ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট সিরিজ খেলতে আফগানিস্তান ক্রিকেট দল। সিরিজগুলো হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে নির্ধারিত।
এছাড়া ২০২২ এশিয়া কাপ, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আর বাংলাদেশ সফর শেষ করে দেশে না ফিলে ভারত সফরে যাবে আঢগানিস্তান। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]