বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের পাহাড় গড়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুনের পর ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সৌম্য সরকার। তিনজনের সেঞ্চুরিতে বিসিবি নর্থ জোনের বিপক্ষে ৩ উইকেটে ৫৬৩ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়ালটন।
প্রথম ইনিংসে প্রথম দিনেই বিসিবি নর্থ জোনকে ২১৯ রানে গুটিয়ে দিয়েছিল ওয়ালটনের বোলাররা। ফলে প্রথম ইনিংস থেকে ৩৪৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
১৪১ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। ইনিংস ঘোষণার আগ পর্যন্ত ১৪৮ বলে ১০৪ রান করে অপরাজিত ছিলেন সৌম্য। সৌম্য ছাড়াও ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। তিনিও ১৭৬ রান করে করে প্যাভিলিয়নে ফেরেন।
সৌম্য-মিঠুন ছাড়াও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সেন্ট্রাল জোনের ওপেনার মিজানুর রহমান। এ তিনজন ছাড়াও রানের দেখা পেয়েছেন জাতীয় দলের ব্রাত্য হয়ে থাকা মোসাদ্দেক হোসেন।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৫৭ বলে ৫০ রান করেছেন তিনি। মোসাদ্দেকের হাফ সেঞ্চুরির পর পরই ইনিংস ঘোষণা করে ওয়ালটন সেন্ট্রাল জোন। শেষ পর্যন্ত ৩ উইকেটে ৫৬৩ রানে ইনিংস ঘোষণা করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]