মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন নাহিদা আক্তার। তবে তাকে পিছেন ফেলে মাসের সেরা নারী ক্রিকেটাররের পুরষ্কার জিতেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউস। এছাড়া পুরুষ ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার।

দ্বিতীয়বারের মতো সেরা ক্রিকেটারের নমিনেশন পেয়েছিলেন হেইলি ম্যাথিউস। প্রথমবার স্বদেশি স্টেফনি টেইলেরর কাছে হারলেও এবার পুরষ্কার জিতে নিয়েছেন তিনি। তার দুর্দান্ত অলরাউন্ড পারফর্মেন্সের পাকিস্তানকে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এ পুরষ্কার জেতার পথে বাধা ছিলেন বাংলাদেশের নাহিদা আক্তার। প্রথমবারের মতো বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছিলেন নাহিদা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৪১ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৯ উইকেট। তার দুর্দান্ত এ অলরাউন্ড পারফর্মেন্সের মাসের সেরা ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপজুড়ে দারুণ পারফর্মেন্স করায় জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। এরই ধারাবাহিকতায় পেলেন মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার।

মাসের সেরা পুরষ্কার জয়ে তার প্রতিন্দন্দ্বী ছিলেন পাকিস্তানি ওপেনার আবিদ আলি এবং টিম সাউদি। তবে দুইজনকে পিছেন ফেলে পুরষ্কার নিজের করে নিয়েছেন ওয়ার্নার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির শেষ চেষ্টায় আইসিসি

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির শেষ চেষ্টায় আইসিসি

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

আইসিসির নতুন সিইও জিওফ অ্যালারডাইস

আইসিসির নতুন সিইও জিওফ অ্যালারডাইস

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি