অ্যাশেজে ব্রিসবেন টেস্টের ইংল্যান্ড একাদশে ছিলেন না দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। প্রথম টেস্টে না থাকলেও অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টেস্টে ফিরবেনে এ দুই পেসার। এমনটাই জানিয়েছেন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে প্যাট কামিন্সের পর দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের বোলিং তোপে পড়ে ইংলিশরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
এ ম্যাচের আগে ফিট ছিলেন দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। তাদের দুইজনের কাউকেই একাদশে রাখেনি ইংলিশ টিম ম্যানেজমেন্ট। এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংলশ টিম ম্যানেজমেন্ট।
সমালোচনার শিকার হওয়ার পর ইংলিশ টিম ম্যানেজমেন্ট এ দুই পেসারকে স্কোয়াডে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এ বিষয়ে ইংল্যন্ড কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘জিমি ফিট এবং দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুত। সেইসাথে ব্রডও। তবে তারা যে খেলবে সেটা এখনও নিশ্চিত নয়।’
ব্রিসবেন টেস্টের একাদশে না থাকতে পেরে বেশ হতাশা প্রকাশ করেছেন স্টুয়ার্ট ব্রড। এ বিষয়ে ইংল্যান্ড কোচ সিলভারউড বলেন, ‘নিশ্চিতভাবেই ব্রড হতাশ। কিন্তু সে জানে এটা অনেক লম্বা সিরিজ। সে সময়ের অন্যতম সেরা বোলারদের একজন। তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার সাথে আলোচনা করেই নেওয়া হয়। দলের অন্য সবার মতো সেও সবসময় প্রস্তুত থাকে।’
অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ড স্কোয়াডে অ্যান্ডারসন-ব্রড ফিরলেও অস্ট্রেলিয়ার জন্য রয়েছে দুঃসংবাদ। ইনজুরির কারণে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না জশ হ্যাজলেউড এবং ডেভিড ওয়ার্নার।
বৃহস্পতিবাত (১৬ ডিসেম্বর) মাঠে গড়াবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিতব্য এ টেস্ট হবে দিবা-রাত্রির। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]