একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২১
একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়ে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করেছে টাইগাররা। যার মধ্যে প্রথম তিনদিন ছিল কঠোর রুম কোয়ারেন্টাইন। তবে একাকিত্বতা থেকে মুক্তি পেয়েছে তারা। রুম থেকে বের হতে পেরে হোটেলের খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে মেতেছিল খোশ-গল্পে।

ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ করেই ৮ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডে উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই হয়ে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে শুক্রবার (১০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে হোটেলে রুম কোয়ারেন্টাইনে বন্দি হন মমিনুল হকরা।

প্রথম তিনদিন রুমবন্দি কোয়ারেন্টাইন পালন করলেও রুমে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করার সুযোগ ছিল টাইগারদের। সেখানে নিজেরা নিজেদের মতো অনুশীলন করতে পেরেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওতে দেখা যায়, রুম থেকে বের হয়ে হোটেলের লবিতে পায়চারি করছেন লিটন দাস, মুশফিকুর রহিমরা। তাদের সাথে নির্বাচন হাবিবুল বাশারকেও দেখা যায়। করোনা ইস্যুতে কেউ কারো কাছে যেতে না পারলেও দূরত্ব বজায় রেখে কথা বলছেন।

বিসিবির পাঠানো অপর এক ভিডিওতে দেখা যায়, হোটেলের মধ্যে ওয়ার্ম আপ করছেন নাজমুল হাসান শান্ত এবং নুরুল হাসান সোহান। অনুশীলনের ছোট ছোট বেশ কয়েকটি ভিডিও পাঠালেও কোন কথা বলেননি তারা।

এর আগে রুম কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিন অবশ্য কথা বলেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি জানিছিলেন, কঠোর কোয়ারেন্টাইনে রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হচ্ছে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়। তবে রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দেওয়া হয়েছে। সেগুলো দিয়ে রুমের ভেতর এক্সারসাইজ করছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট দলের মোট সাতদিন কোয়ারেন্টাইন পালন করতে হবে। এর মধ্যে বেশ কয়েকবার করোনা দিতে হবে। সাতদিন পর করোনা পরীক্ষা দিয়ে পাস করলে মুক্ত আকাশে নীচে অনুশীলনে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। সে সময় মুখে মাস্কও পড়তে হবে না মমিনুলদের।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে। আর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আশরাফুলের ৬১, নাসুম-মাহেদির ১০ উইকেট

আশরাফুলের ৬১, নাসুম-মাহেদির ১০ উইকেট

মিরাজও বললেন কঠিন কোয়ারেন্টাইন

মিরাজও বললেন কঠিন কোয়ারেন্টাইন

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন