আশরাফুলের ৬১, নাসুম-মাহেদির ১০ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ পিএম, ১২ ডিসেম্বর ২০২১
আশরাফুলের ৬১, নাসুম-মাহেদির ১০ উইকেট

করোনাভাইরাস মহামারির কারণে এক মৌসুম বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। প্রথম দিনে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয় বিসিবি দক্ষিণাঞ্চল এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। টস হেরে ব্যাটিংয়ে নামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দুই ওপেনার ইমরুল কায়েস ও মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ভালো শুরু করলেও জাতীয় দলের দুই স্পিনার নাসুম আহমেদ এবং মাহেদির বোলিং তোপে ২৬০ রানেই গুটিয়ে যায় পূর্বাঞ্চল।

টস হেরে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের দুই ওপেনার ইমরুল কায়েস এবং মোহাম্মদ আশরাফুল মিলে গড়ে তোলেন ১০১ রানের জুটি। ইমরুলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন স্পিনার নাসুম আহমেদ। এরপর আর কোনো ব্যাটার দুই স্পিনার নাসুম এবং মাহেদির সামনে দাঁড়াতেই পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে পূর্বাঞ্চলের ব্যাটিং লাইন আপ।

মধ্যাহ্ন বিরতির আগে ইমরুল ফিরলেও উইকেটে টিকে ছিলেন অভিজ্ঞ আশরাফুল। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই তাকে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার মাহেদি হাসান।

আউট হওয়ার আগে টেস্ট সুলভ ব্যাটিং করেছেন আশরাফুল। ১২০ বলে খেলেন ৬১ রানের ইনিংস। ইনিংসে ছিল ৮ টি চার। এছাড়াও ইনিংসে সবচেয়ে বেশি ১৭৩ মিনিট উইকেটে ছিলেন আশরাফুল।

আশরাফুলের বিদায়ের পর ছিল শুধু দক্ষিণাঞ্চলের বোলারদের কৃতিত্ব। পূর্বাঞ্চলের ব্যাটাররা উইকেটে থিতু হয়েই বার বার বিদায় নিচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৬০ রানে অলআউট হয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

পূর্বাঞ্চলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করে করেন ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং রেজাউর রহমান রাজা। দক্ষিণাঞ্চলের হয়ে সমান পাঁচটি করে উইকেট শিকার করেন মাহেদি হাসান এবং নাসুম আহমেদ। মাহেদি ৮১ রান খরচ করলেও নাসুম খরচ করেছেন ৯৬ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিএলে করোনার হানা, আক্রান্ত এক ক্রিকেটার

বিসিএলে করোনার হানা, আক্রান্ত এক ক্রিকেটার

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা