অনেক দিন ধরেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির চেষ্টা করে যাচ্ছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বার বারই এসেছে ব্যর্থতা। অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার শেষ চেষ্টায় নেমেছে আইসিসি। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে ‘অ্যাডিশনাল স্পোর্টস’ হিসেবে অন্তর্ভূক্তির চেষ্টা করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কোন খেলাগুলো হবে তা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এখানে জায়গা পায়নি ক্রিকেট। এছাড়াও অন্তর্ভূক্ত হয়েছে স্কেটবোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। এরপরেও ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার বিষয়ে আশাবাদী আইসিসি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে চীনের বেইজিংয়ে চূড়ান্ত হবে লস অ্যাঞ্জেলসের ক্রীড়া ইভেন্টগুলো। এছাড়াও চাইলে আয়োজক শহর নিজেদের ইচ্ছামতো কোনো খেলাকে অন্তর্ভূক্ত করতে পারবে। সেগুলো ‘অ্যাডিশনাল স্পোর্টস’ নামে পরিচিত।
লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ছাড়াও বেসবল, সফটবল এবং আমেরিকান ফুটবল অ্যাডিশনাল স্পোর্টস হওয়ার দৌড়ে আছে। শেষ পর্যন্ত হতে পারবে কিনা সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে।
অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞের মতে, অলিম্পিকে জায়গা পাওয়ার লক্ষ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে শেষ পর্যন্ত সে উদ্দেশ্য সফল হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।
অলিম্পিক আসরে এখন পর্যন্ত একবারই ক্রিকেট আয়োজিত হয়েছিল। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সেবার ক্রিকেটে ইভেন্টে অংশ নিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স। ২০২৮ সালে যদি শেষ পর্যন্ত ক্রিকেট অংশ নেয়, তাহলে অংশ হতে ১২৮ বছরের অপেক্ষার অবসান হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]