বিসিএলে করোনার হানা, আক্রান্ত এক ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ এএম, ১২ ডিসেম্বর ২০২১
বিসিএলে করোনার হানা, আক্রান্ত এক ক্রিকেটার

মাঠে গড়িয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শুরুর দিনেই এসেছে দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চালের ওপেনার আব্দুল মাজিদ।

বিসিএলের উদ্বোধনী দিনে রোববার (১২ ডিসেম্বর) চট্টগ্রামে ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে বিসিবি উত্তরাঞ্চল। এ ম্যাচের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের করোনা ফলাফল পায় দুই দল। এখানেই আব্দুল মজিদের করোনা পজিটিভ আসে।

করোনা পরীক্ষার উদ্দেশে শনিবার (১১ ডিসেম্বর) নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে ফলাফল আসে টসের আগ মূহূর্তে। নমুনা সংগ্রহের সময়ও পুরোপুরি সুস্থ এবং ফিট ছিলেন আব্দুল মজিদ।

দলের নিয়মিত ওপেনার হওয়ায় একাদশ গঠন করতে বেশ হিমশিম খেয়েছে মধ্যাঞ্চল। চট্টগ্রামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোম চৌধুরি।

সম্প্রতি শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগের হয়ে নিয়মিত ছন্দে ছিলেন আব্দুল মজিদ। ছয় ম্যাচে ৪৩ দশমিক ৪২ করেছিলেন ৫২১ রান। এছাড়াও করেছিলেন এক সেঞ্চুরি এবং চার হাফ সেঞ্চুরি। তাই তো বিসিএলে মধ্যাঞ্চলের অন্যতম ভরসার নাম ছিলেন মজিদ।

করোনা মহামারিকালে হওয়া বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে এর আগে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে চলতি বছর অনুষ্ঠিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে কয়েকজন ক্রিকেটার করোনা পজেটিভ হলেও তা ছিল বায়ো-বাবলে ঢোকার আগ মুহূর্তে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :