আয়ারল্যান্ড সিরিজে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ভারতীয় মোনাঙ্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
আয়ারল্যান্ড সিরিজে যুক্তরাষ্ট্রের অধিনায়ক ভারতীয় মোনাঙ্ক

যুক্তরাষ্ট্র দল মানেই ভারতীয় ক্রিকেটারদের ছড়াছড়ি। এরই ধারাবাহিকতায় এবার অধিনায়কের দায়িত্ব পেলেন এক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার মোনাঙ্ক প্যাটেল।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে পাড়ি জমানোর আগে ভারতের ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে খেলেছিলেন এ ডানহাতি ব্যাটার। যুক্তরাষ্ট্রে থিতু হয়েই জাতীয় দলের দায়িত্ব পেলেন তিনি।

চলতি বছরের নভেম্বরে টি-টোয়েন্টি দলেরও দায়িত্ব পেয়েছিলেন মোনাঙ্ক। তার পূর্বসূরি ছিলেন সৌরভ নেত্রাভাল্কার। মোনাঙ্কের মতো সৌরভও ছিলেন ভারতীয় বংশোদ্ভুত।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘরের মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এ সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল। এ দুই সিরিজের জন্য ভিন্ন দুইটি স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে দুই তরুণ রাহুল জরিওয়ালা ও ভাটসাল ভাগেলাকে সুযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন তারকা পেসার আলি খান।

যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), কারিমা গোর, অ্যারন জোনস (সহ অধিনায়ক), মার্টি কাইন, আলি খান, জাস্কারান মালহোত্রা, হাভিয়েল মার্শাল, সৌরভ নেত্রাভাল্কার, নিসর্গ প্যাটেল, গজানন্দ সিং, জেসি সিং, স্টিভেন টেলর, রাস্টি থেরন ও ভাটসাল ভাগেলা।

যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), রাহুল জরিওয়ালা (উইকেটরক্ষক), অ্যারন জোনস (সহ অধিনায়ক), নসথুস কেনজিগ, আলি খান, জাস্কারান মালহোত্রা, হাভিয়ের মার্শাল, সুশান্ত মোদানি, সৌরভ নেত্রাভাল্কার, নিসর্গ প্যাটেল, গজানন্দ সিং, জেসি সিং, স্টিভেন টেলর ও ভাটসাল ভাগেলা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :