মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

চলতি বছর বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মুশফিকের উইকেটের পিছনে না দাঁড়ানোর সিদ্ধান্ত। অবশ্য এর আগে উইকেটের পিছনে বেশ পরীক্ষা-নিরীক্ষার ঘোষণা দেন কোচ রাসেল ডোমিঙ্গো। এ পরেই অধিকাংশ ক্রিকেট সমর্থক মনে করেন মুশফিকের কাছ থেকে কিপিং গ্লাভস ‘কেড়ে নিয়েছে’ কোচ ডোমিঙ্গো।

এ ঘটনার দীর্ঘদিন পর মুশফিকের এ সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের কাছ থেকে তীর্যক প্রশ্ন পান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান পাপন। এ রকম প্রশ্ন পেয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, নতুনদের সুযোগ না দিলে ক্রিকেটার উঠে আসবে না।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ পারফর্মেন্স করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন নুরুল হাসান সোহান। এরপরেই মুশফিক এবং সোহানকে অদল-বদল করে উইকেটের পিছনে দাঁড়ানোর পরামর্শ দেন কোচ রাসেল ডোমিঙ্গো। তবে এ সিদ্ধান্তের পরই মুশফিক জানান, তিনি উইকেটের পিছনে দাঁড়াবেন না।

তার এ সিদ্ধান্তের পর অধিকাংশ ক্রিকেট সমর্থক মনে করেন মুশফিকের কিপিং গ্লাভস ‘কেড়ে নিয়েছেন’ কোচ রাসেল ডোমিঙ্গো। এ বিষয়ে বিসিবি সভাপতি রাসেল ডোমিঙ্গো বলেন, ‘কিপিং গ্লাভস কেড়ে নেওয়া হয়েছে এটার মানেটা কী? অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কি দেখতে পারব না? যেই করুক, কোচও যদি করে, ও কি এটা যাচাই করতে পারে না যে আমার আর কি অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?’ 

শনিবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন বিসিবি সভাপতি পাপন। তিনি আরও জানান, সোহানকে উইকেটের পিছনে দায়িত্ব দেওয়া দলের জন্য লাভজনক হয়েছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যদি একজনের জায়গায় আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান যে কিপিং করল, ও কি খারাপ করছে? অবশ্যই সে সেরা। একটা জিনিস তো জানি আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম?’

নাজমুল হাসান আরও বলেন, ‘আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্ল্যান একটাই, ভালো খেলা : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্ল্যান একটাই, ভালো খেলা : মাহমুদউল্লাহ

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়