দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
দুই নারী ক্রিকেটারের শরীরে ‘ওমিক্রন’ শনাক্ত

জিম্বাবুয়ে থেকে দেশে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। তবে তারা কোনপ্রকার জটিলতায় ভুগছেন না। একই সাথে তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার এলো।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে স্পোর্টসমেইল২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কোন তথ্য পাননি বলেও জানান তিনি।

দেবাশিষ চৌধুরী বলেন, ‘আমরাও স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে শুনেছি। তবে এখনো অফিসিয়ালভাবে জানতে পারেনি যে, পরবর্তী করণীয়গুলো কী হবে। আশা করছি দ্রুতই জানতে পারবো।’

এদিকে, বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের শরীরে নূন্যতম জ্বর নেই। এটা ভালো খবর।’

ওমিক্রনের কারণে জিম্বাবুয়ে চলা নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে আইসিসি। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল।

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ঢাকার একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। রাষ্ট্রের দায়িত্বে থাকা কোয়ারেন্টাইনে সর্বশেষ পরীক্ষায় দুই নারী খেলোয়াড় শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এরপর সর্বশেষ পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ‌‘ওমিক্রন’ শনাক্ত হলো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার

আইসিসির সেরা খেলোয়াড় তালিকায় নাহিদা আক্তার

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা

বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি হাঁকালেন সুপ্তা