রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা কঠিন সময় পার করছে : সুজন

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ টেস্ট দল। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে দেশটিতে পৌঁছেই টাইগারদের বন্দি হতে হয়েছে আলাদা আলাদা কক্ষে; পালন করতে হচ্ছে রুমবন্দি কঠোর কোয়ারেন্টাইন। দলের সাথে যাওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ক্রিকেটাররা সেখানে কঠিন সময় পার করছেন।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে নিউজিল্যান্ডে বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন পালনের বাধ্যবাধকতা রয়েছে। আলাদা আলাদা কক্ষে কোয়ারেন্টাইন পালন করে পরীক্ষা দিয়ে করোনা নেগেটিভ প্রমাণ করে তবেই মুক্তি মিলে। বাংলাদেশ ক্রিকেট দলের এর আগের সফরেই একই পথ অতিক্রম করতে হয়েছিল।

টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার (১০ ডিসেম্বর) স্থায়ী সময় সকালে ক্রাইস্টচার্চে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে পৌঁছেই আনুষ্ঠানিক কার্যক্রম সেরেই টাইগারদের বন্দি হতে হয়েছে রুমবন্দি কোয়ারেন্টাইনে।

এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরে বাংলাদেশ দল। দুবাই হয়ে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে নিউজিল্যান্ড পৌঁছান মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

নিউজিল্যান্ডে প্রথম দিনের রুমবন্দি কোয়ারেন্টাইন শেষে বিস্তারিত তথ্য জানিয়েছেন দলের সাথে যাওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, রুমবন্দি কোয়ারেন্টাইনে ছেলেরা খুব কঠিন সময় পার করছেন।

তিনি বলেন, ‌‘আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টাইনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করার পর দু’জন নার্স এসেছিলেন, আমাদের জ্বর মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনো কারো সাথে কারো দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া।’

নিউজিল্যান্ডে টাইগারদের তিনদিন রুমবন্দি কোয়ারেন্টাইন পালন করতে হবে। এ সময়ে কেউ কারো সাথে দেখা করা বা নির্দিষ্ট কক্ষের বাইরে যেতে পারবেন না।

সুজন বলেন,‌ ‘টাফ টাইম, পাকিস্তানের বিপক্ষে খেলা আসার পর পরই ছেলেরা.., টাফ টাইম যাচ্ছে। আরও দুই-তিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারবো, জিম করতে পারবো। তারপর আস্তে আস্তে অনুশীলন শুরু করতে পারবো।’

কঠিন সময় পার করলেও কোয়ারেন্টাইনের থাকার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞতা রয়েছে। দেশে ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোয়ারেন্টাইন পালন করছেন ক্রিকেটাররা। এছাড়া নিউজিল্যান্ডেও এর আগে কঠোর কোয়ারেন্টাইন পালন করছে বাংলাদেশ ক্রিকেট দল।

পূর্ব অভিজ্ঞতায় আশাবাদী খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‌‘আমি আশা করি, কয়েক দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি; দোয়া করবেন।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্ল্যান একটাই, ভালো খেলা : মাহমুদউল্লাহ

অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্ল্যান একটাই, ভালো খেলা : মাহমুদউল্লাহ

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়

অন্যের ব্যর্থতায় নয়, নিজ যোগ্যতায় ফিরতে চাই : বিজয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন