ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে ভালোই প্রতিদ্বন্দ্বীতার আভাস দিচ্ছিলো সফরকারী ইংল্যান্ড। ১৫৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে ভালোই জবাব দিচ্ছিলেন দুই ইংলিশ ব্যাটার জো রুট এবং ডেভিড মালান। তবে চতুর্থ দিনের শুরুতেই মিলিয়ে গেল সেই প্রতিরোধ। ফলাফল, ৯ উইকেটে হেরে ইংল্যান্ডের অ্যাশেজ শুরু।
চতুর্থ দিনের সকালেই দুই অপরাজিত ইংলিশ ব্যাটার জো রুট এবং ডেভিড মালানের সামনে সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে তা পারেননি দুইজনের কেউই। দলীয় ২২৩ রানে ফেরেন ডেভিড মালান। এতেই ভাঙে রুট-মালানের ১৬২ রানের জুটি।
এরপর ইংলিশদের ইনিংসে হয়নি আর কোনো বড় জুটি। ব্যাটাররা যোগ দিয়েছিলেন যাওয়া-আসার মিছিলে।
অজি স্পিনার নাথান লায়ন একে প্যাভিলিয়নে ফেরাতে থাকে ইংলিশ ব্যাটারদের। তার বোলিং তোপেই শেষ পর্যন্ত ২৯৭ রানে শেষ হয় অজিদের ইনিংস।
তৃতীয় দিনের শেষেই ধারণা ছিল বড় লিড নিতে পারে ইংল্যান্ড। সেখানে মাত্র ১৯ রানের লিড নিয়েই শেষ হয় রুট বাহিনীর ইনিংস।
মাত্র ২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ১০ উইকেটের জয় তুলে নিতে পারেনি অজিরা। জয়ের বন্দরে পৌঁছানোর আগ মুহূর্তেই প্যাভিলিয়নের পথ ধরেন মার্কাস হ্যারিস। শেষ পর্যন্ত ৯ উইকেটের বিশাল জয় পায় অজিরা।
এর আগে প্রথম সেশনে অজি অধিনায়ক প্যাট ক্যামিন্সের বোলিং তোপে ১৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ৪২৫ রানে থামে অজিদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৪৭/১০ ও ২৯৩/১০ (রুট ৮৯, মালান ৮২, লায়ন ৪/৯১, গ্রীন ২/২৩)
অস্ট্রেলিয়া ৪২৫/১০ ও ২০/১ (হ্যারিস ৯*, ক্যারি ৯, রবিনসন ১/১৩)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]