বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে আসেনি প্রত্যাশামাফিক পারফর্মেন্স। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে বাজের উইকেটের কারণেই সিরিজ জিতেছে টাইগাররা, এমনটাই মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

বিশ্বকাপের পর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সিরিজের উইকেট নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। তবে সে সমালোচনা গায়ে মাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা টিম ম্যানেজমেন্ট। আশা দেখিয়েছিল আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে। 

তবে বিশ্বকাপের ভালো করা তো দূরের কথা, প্রত্যাশামাফিক পারফর্মও করতে পারেননি ক্রিকেটাররা। 

ঘরের পর এবার বিদেশ থেকেও উইকেটের সমালোচনা পাচ্ছে বাংলাদেশ। সে তালিকায় এবার যোগ দিয়েছেন পিসিবি সভাপতি রমিজ রাজা।

তার মতে উইকেটের কারণেই বড় দলের সাথে সহজেই সাফল্য পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনি বলেন, ‘বাংলাদেশ কঠিন এক জায়গা। তারা এমন পিচ বানায় যা বড় দলের সাথে পার্থক্য দূর করে দেয় এবং বড় দলকে হারিয়ে দেয়।’

বিরুপ কন্ডিশনে পাকিস্তান দল ভালো খেলায় তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। বাংলাদেশের স্পিনারদেরও প্রশংসায় ভাসিয়েছেন পিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘পাকিস্তানকে অভিনন্দন, পুরো সিরিজে তারা দুর্দান্ত খেলেছে। তাদের (বাংলাদেশ) স্পিন বিভাগ বেশ ভালো। এমন উইকেটে তারা নিয়মিত খেলে।’ 

বিশ্বকাপ থেকে দীর্ঘ বায়ো-বাবলে থাকার পরও ক্রিকেটে পূর্ণ মনযোগ রাখতে পারায় পাকিস্তানের প্রশংসা করেন রমিজ। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে পাকিস্তানের যে তীক্ষ্ণ মনোযোগ আমরা দেখেছি তা নড়েনি।টি-টোয়েন্টির পর টেস্টেও পাকিস্তান খুব দ্রুত মানিয়ে নিয়েছে। মনোযোগ নড়েনি বলে ফলাফলও অনেক ভালো হয়েছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

মেয়েদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে আসছেন রমিজ রাজা

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

ভারতের অর্থে বেঁচে আছে পাকিস্তানের ক্রিকেট : রমিজ

দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ

দু’টির বদলে এক কাপ চা খান, বোর্ডের খরচ কমাতে রমিজ রাজার নির্দেশ