দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে বড় পরিসরে ‘বিসিবি একাডেমি কাপ’ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫০ ওভারের এ টুর্নামেন্টটি এবার অনুষ্ঠিত হচ্ছে দুই স্তরে -বিভাগীয় ও জাতীয়। উদ্বোধনী দিন শুক্রবার (১০ ডিসেম্বর) হয়ে গেল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্তের ৯৬টি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে। ৫০ ওভারের এ প্রতিযোগিতাটি দুই স্তরে- বিভাগীয় ও জাতীয় ভাবে ভাগ করা হয়েছে। বিভাগীয় রাউন্ডে ৮ গ্রুপে ৯৬টি দল অংশ নিবে।
এদিকে, প্রথম আসরে ১৮ বছরের বেশি বয়সী কেউ খেলতে পারেননি। তবে এবার সেখান থেকে সরে দাঁড়িয়েছেন আয়োজকরা। এবার ১৭ থেকে ২১ বছর বয়সী ক্রিকেটাররা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
টুর্নামেন্টে সাতটি বিভাগ, ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলবে জাতীয় রাউন্ডে। বিভাগীয় রাউন্ডে মোট ম্যাচ হবে ৮৮টি, জাতীয় রাউন্ডে ২৭টি।
শুক্রবার (১০ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মাঝে বিসিবি পরিচালক ওবেদ রশীদ নিযামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগীয় রাউন্ডের খেলা শুরু হবে আজ শুক্রবার থেকেই। উদ্বোধনী দিনে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকার (উত্তর) খেলা শুরু অনুষ্ঠিত হবে। আর ঢাকা মেট্রো পর্যায়ে খেলা শুরু ২১ ডিসেম্বর। এরপর ১৬ দল নিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে জাতীয় রাউন্ডের খেলা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]