দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়। জাতীয় দলে ফেরার তাগিদ থাকলেও তিনি চান না অন্যের ব্যর্থতায় দলে ডাক আসুক। চান নিজের যোগ্যতায় আবারও জাতীয় দলের সঙ্গী হতে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় এমনটাই আশা ব্যক্ত করেন তিনি। বিজয় বলেন, ‘ভালো তো লম্বা সময় ধরেই করছি। কেউ খারাপ করার পর আমাকে সুযোগ পেতে হবে এমন না। নিজে ভালো খেলে বাংলাদেশ দলে সুযোগ পেতে চাই।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ওপেনার এনামুল হক বিজয় সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৯ সালের জুলাই মাসে। ওয়ানেড ফরম্যাটের ওই ম্যাচের পর দেশের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি তার।
এদিকে, লম্বা সময় ধরে ভালো খেলছেন উল্লেখ করলেও জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়টি পুরোপুরি ছেড়ে দিয়েছেন নির্বাচকদের হাতে।
বিজয় বলেন, ‘আমাকে সুযোগ দিবে কি-না এটা নির্বাচকদের ব্যাপার, বিসিবির ব্যাপার। আমি ভালো খেলার চেষ্টা করবো। যতদিন ক্রিকেটকে জানেপ্রাণে ভালোবাসি, যতদিন বেঁচে আছি আরকি। বাদ-বাকি বিসিবির উপর ছেড়ে দিতে হবে।’
জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন, ‘তারা (বিসিবি) যেহেতু আমাদের অভিভাবক, অবশ্যই তারা ভালো বুঝবেন। বাংলাদেশ দলে আমাকে কতটা প্রয়োজন, কতটা কার্যকরী ভূমিকা ভালো করতে পারবো -এটা তারা ভালো বুঝবেন।’
২৮ বছর বয়সী বাংলাদেশি এ ব্যাটার এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে টেস্টে ৭৩, ওয়ানডে ১০৫২ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৫৫ রান করেছেন। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ৩টি সেঞ্চুরি রয়েছে এনামুল হক বিজয়ের।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]