ভারতের দেরাদুন ও সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ের পর কাতারের দোহায় নিজেদের ‘হোম ভেন্যু’ বানালো আফগানিস্তান ক্রিকেট দল। যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ায় ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ নেই আফগানিস্তানের। এছাড়া তালেবান ক্ষমতা দখলের পর দেশটিতে বিদেশিদের সফর নিয়েও রয়েছে নানা নিষেধাজ্ঞা।
২০২২ সালের প্রথম মাস জানুয়ারির তৃতীয় সপ্তাহে কাতারের দোহায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে এ সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়, ‘২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’
ইতিমধ্যে বিশ্বকাপ সুপার লিগে একটি ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান। চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। ফলে ৩ খেলায় ৩০ পয়েন্ট অর্জন করেছে আফগানরা। অন্যদিকে, সুপার লিগে ৪ ম্যাচ খেলে ২ জয়, ১ হার ও ১ পরিত্যক্ত ম্যাচে ২৫ পয়েন্ট অর্জন করেছে নেদারল্যান্ডস।
২০২৩ বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে আফগানদের। নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে তারা। এছাড়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক হিসেবে দু’টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে রশিদ খান-মোহাম্মদ নবিরা।
যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়ায় ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ নেই আফগানিস্তানের। ফলে এর আগে ভারতের দেরাদুন, আরব আমিরাতে নিজেদের হোম ভেন্যু করে আন্তর্জাতিক সিরিজ খেলেছে আফগানিস্তান। এবার সেই তালিকায় যুক্ত হলো কাতার।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]