হাতের ইনজুরি এবং স্বেচ্ছা বিরতি শেষে ক্রিকেট মাঠে ফিরেছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে মাঠের ফেরার দ্বিতীয় দিনেই ইনজুরিতে পড়েছেন তিনি। অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি।
অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই নো বল বিতর্কে পড়েছিলেন বেন স্টোকস। মধ্যাহ্ন বিরতির আগে করা পাঁচ ওভারে ১৪ টি নো বল করেছিলেন তিনি।
দিনের দ্বিতীয় সেশনেও চার ওভার বোলিং করেন তিনি। তবে এর আগেই ইনজুরিতে পড়েছিলেন বেন স্টোকস। অস্ট্রেলিয়ার ইনিংসের ২৯তম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি।
তবে ইনজুরিতে পড়লেও দ্বিতীয় সেশনে মাঠে ছিলেন বেন স্টোকস। তৃতীয় সেশনে তাকে আর মাঠে দেখা যায়নি। পরে দিন শেষে জানা যায় হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি।
এ বিষয়ে ইংল্যান্ড দলের বোলিং কোচ জন লুইস বলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে বেন (স্টোকস) ইনজুরিতে পড়েছে। এ কারণে ও পুরো পেস দিয়ে বোলিং করতে পারেনি।’
বেন স্টোকসকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইংলিশ বোলিং কোচ বলেন, ‘আমাদের মেডিকেল বিভাগ ওকে (স্টোকস) পর্যবেক্ষণ করছে। দেখা যাক কি হয়। আশা করি ঠিক হয়ে যাবে।’
আঙ্গুলের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন স্টোকস। এছাড়াও ক্রিকেট থেকে বিরতিতে ছিলেন তিনি। সেই বিরতি কাটিয়ে অ্যাশেজ দিয়েই মাঠে ফিরেছেন স্টোকস।
বেন স্টোকস ছাড়াও ম্যাচের তৃতীয় সেশনে বোলিং করেননি পেসার ওলি রবিনসন। পুরো মাঠেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তৃতীয় সেশনে মাঠে ছিলেন না রবিনসন। মাঠে না থাকলেও রবিনসন সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
৮০ ওভার শেষ হয়ে গেলেও এখনও নতুন বল নেয়নি ইংল্যান্ড দল। স্টোকস এবং রবিনসনের মতো দুই পেসার না থাকার কারণেই হয়তো এখনও নতুন বল নেননি অধিনায়ক জো রুট। মাঠে ফিরলে দিনের শুরুতেই হয়তো নতুন বল দিয়ে অজিদের পরাস্ত করতে চাবেন অধিনায়ক রুট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]