বাংলাদেশকে লজ্জা দিয়ে দেশে ফিরলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশকে লজ্জা দিয়ে দেশে ফিরলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি; আশা ছিল ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়া উইকেটে আবারও গর্জে উঠবে টাইগাররা। তবে সেগুলো কিছুই হয়নি, উল্টো পাকিস্তানের কাছে টি-টোয়েন্টির পর টেস্টেও বড় লজ্জা পেয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশের ফিরেছে পাকিস্তান ক্রিকেট দল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাবর আজমরা। ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান যাবেন তারা।

এদিকে, পাকিস্তান ঢাকা ছাড়ার আরও ৯ ঘণ্টা আগে দেশ ছেড়েছে মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। ঢাকা টেস্ট শেষ করে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের ন্যায় বাংলাদেশ দলও সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে নিউজিল্যান্ড যাচ্ছে।

এর আগে ঢাকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ ব্যর্থতার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্টেও বড় ব্যবধানে হারের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে লিড নিলেও দ্বিতীয় ইনিংসে বাজে ব্যাটিং হারের লজ্জা পায় টাইগাররা।

ঢাকা টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা করলেও সেটি হয়নি। বরং চট্টগ্রামে কিছুটা ভালো খেললেও ঢাকায় তার ছিটেফোটাও তেখাতে পারেনি বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩০০ রানে পাকিস্তান ইনিংস ঘোষণা করলে বাংলাদেশ তা দুই ইনিংসেও করতে পারেনি। ফলে ইনিংস ও ৮ রানের হার দিয়ে শেষ করে সিরিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ড্রেসিংরুম ক্রিকেট’-এ বাবরের শিকার ১০ উইকেট

‘ড্রেসিংরুম ক্রিকেট’-এ বাবরের শিকার ১০ উইকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : সমালোচনা, লজ্জা এবং অর্জন

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন

কেন এতো তাড়াহুড়ো, বুঝতেছি না : সুজন