অ্যাশেজের প্রথম টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের প্রথম টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রথম দিনে ইংল্যান্ডকে ১৪৭ রানে আটকে দিয়ে মাঠে নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে না পারলেও দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্রিসবেন টেস্টে চালকের আসনে বসেছে অস্ট্রেলিয়া।

প্রথমদিনে অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। দিনের খেলা বাকি থাকলেও বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি অস্ট্রেলিয়া।

তাই তো দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। নেমে শুরুতেই ওলি রবিনসনের শিকার হয়ে ফেরেন মার্কাস হ্যারিস। এরপর দলের হাল ধরেন করেন মার্কাস ল্যাবুশেন এবং ওপেনার ডেভিড ওয়ার্নার।

আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে ছিলেন ডেভিড ওয়ার্নার। তবে বেন স্টোকসের করা বলটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি। তবে শেষ পর্যন্ত ৯৪ রানে আউট হয়ে ফেরেন তিনি।

প্রথম সেশনে অবশ্য আম্পায়ারদের ভুলের জন্য তৈরি হয় সমালোচনা। বেন স্টোকস ৫ ওভারের স্পেলে ১৪ টি নো বল করলেও মাত্র দুই বার নো বল ডাকেন আম্পায়াররা

পরে জানা যায়, ব্রিসবেন টেস্ট শুরুর সময় থেকেই কাজ করছে না নো বল শনাক্ত করণ প্রযুক্তি। অবশ্য এ স্পেলের পর আর মাত্র ৪ ওভার বোলিং করেন স্টোকস।

ল্যাবুশেনের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ফাটল ধরান ইংলিশ বোলাররা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দলের রানের চাকা সচল রাখেন ব্যাটার ট্রাভিস হেড।

তুলে নেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। হেডে ব্যাটে ভর করে ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৯৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে পেসার ওলি রবিনসন তিনটি উইকেট শিকার করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড- ১৪৭/১০ (কামিন্স ৫/৩২)
অস্ট্রেলিয়া- ৩৪৩/৭ ( হেড ১১২*, ওয়ার্নার ৯৪, রবিনসন ৩/৪৮) 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

গিফেনের পর কামিন্স, ব্যবধান ১২৭ বছর!

অধিনায়ক কামিন্সের বোলিং তোপে অলআউট ইংল্যান্ড

অধিনায়ক কামিন্সের বোলিং তোপে অলআউট ইংল্যান্ড

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

নিলামে উঠছে ডন ব্র্যাডম্যানের ত্রি-শতক হাঁকানো ব্যাট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট