চার বছর পর আবারও বিগ ব্যাশে ফিরছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চলতি মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন তিনি।
চলতি মৌসুমে মেলবোর্ন স্টার্সের হয়ে পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আন্দ্রে রাসেল। উদ্বোধনী ম্যাচেই সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন তিনি।
৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার সর্বশেষ ২০১৭ সালে সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামেন তিনি। বিগব্যাশে এখন পর্যন্ত ১৯টি ম্যাচে খেলেছেন তিনি।
সেই টুর্নামেন্টেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন আন্দ্রে রাসেল। সেবারই ডোপিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন এ ক্যারিবিয়ান তারকা।
বিগব্যাশে এখন পর্যন্ত ১৭ ইনিংসে ২৯৬ রান করেছে আন্দ্রে রাসেল। এছাড়াও বল হাতে শিকার করেছেন ২৩ উইকেট। তাই তো আবারও বিগব্যাশে ফিরে বেশ উচ্ছ্বসিত রাসেল।
তিনি বলেন, ‘আমি আবারও বিগ ব্যাশের অংশ হতে পেরে আনন্দিত। দুই বছর হয়ে গেছে! আমি মুখিয়ে আছি। প্রথম ম্যাচে আমার দল হেরেছে। আমি এখানে দলকে উদ্দীপনা যোগাতে এসেছি। আশা করি, আমি ভালো করতে পারব এবং তাদের পরের ধাপে নিয়ে যেতে পারব।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]