সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২১
সবচেয়ে কম ম্যাচে ৪ হাজার রান ও ২শ’ উইকেটের মালিক সাকিব

সাকিব আল হাসান মানেই যেন নতুন কোনো রেকর্ডের ছড়াছড়ি। টেস্ট ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়লেন সাকিব। সবচেয়ে কম ম্যাচ খেলে ৪ হাজার রান এবং ২শ’ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব আল হাসান।

ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫৯তম টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারের চার হাজার রান পূর্ণ করেন সাকিব আল হাসান। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান করার কীর্তি গড়েন তিনি।

শুধু তাই নয়, ৪ হাজার রানের পাশাপাশি তার ঝুলিতে আছে ২১৫ উইকেট। ২০০ এর বেশি উইকেট অবশ্য আগেই শিকার করেছিলেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) ৪ হাজার রান পূর্ণ করে টেস্ট ক্রিকেটের ছোট্ট এক তালিকায় ঢুকে গেছেন।

ব্যাট হাতে ৪ হাজার রান এবং বোলিংয়ে ২০০ উইকেট শিকার করা ৬ষ্ঠ অলরাউন্ডার হয়েছেন তিনি। এ রেকর্ড তিনি করেছেন সবচেয়ে কম ম্যাচ খেলে। তার পূর্বসূরি পাঁচজনই সাকিবের থেকে বেশি ম্যাচ খেলেছেন।

সাকিবের চেয়ে ১০ ম্যাচ বেশি খেলে এ রেকর্ড গড়েছেন ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম। তার এ রেকর্ড গড়তে লেগেছে ৬৯ ম্যাচ।

গ্যারি সোবার্স তার ৪৬তম ম্যাচে চার হাজার রান করার কীর্তি গড়লেও ২০০ উইকেটে পেতে তাকে খেলতে হয়েছে ৮০ টেস্ট পর্যন্ত।

কপিল দেব, ড্যানিয়েল ভেট্টোরি এবং জ্যাক ক্যালিসরা এ রেকর্ড গড়তে খেলেছেন যথাক্রমে ৯৭, ১০১ এবং ১০২ টেস্ট ম্যাচ।

ক্যারিয়ার শেষে সাকিব আল হাসান কোথায় থাকবেন তা হয়তো সময়ই বলে দিবে। তবে তিনি যে একজন কিংবদন্তি অলরাউন্ডার হতে চলেছেন তা নিয়ে কারও মধ্যেই কোনো সন্দেহ থাকার কথা নয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি পেয়েছেন সাকিব

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

সাকিব-মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা-রাজস্থান

নব্বইয়ে কাটা পড়ে সাকিবের সঙ্গী মুশফিক

নব্বইয়ে কাটা পড়ে সাকিবের সঙ্গী মুশফিক

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা

বিশ্রাম নেই, রাতেই নিউজিল্যান্ড যাচ্ছেন মমিনুল-মুশফিকরা