অধিনায়ক কামিন্সের বোলিং তোপে অলআউট ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ০৮ ডিসেম্বর ২০২১
অধিনায়ক কামিন্সের বোলিং তোপে অলআউট ইংল্যান্ড

টেস্ট অধিনায়কত্ব পাওয়ার ম্যাচেই দারুণ শুরু করেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ব্রিসবেন টেস্টের প্রথম দিনে তার বোলিং তোপে মাত্র ১৪৭ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার প্রথম পেসার হিসেবে পূর্ণ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন প্যাট কামিন্স। অধিনায়কত্ব পাওয়ার ম্যাচেই নিজেকে আবারও চেনান এ পেসার।

ব্রিসবেন টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি দুই ওপেনার ররি বার্নস এবং হাসিব হামিদ।

ম্যাচের প্রথম বলেই শূন্য রানে ফেরেন ওপেনার ররি বার্নস। চতুর্থ ওভারে ফেরেন তিনে নামা ডেভিড মালান। তাকে ফেরান পেসার জশ হ্যাজলেউড।

টানা দুই উইকেট হারিয়ে দলের হাল ধরতে পারেননি অধিনায়ক জো রুট। ৫০ রান তুলতেই প্যাভিলিয়নের পথ ধরেন হাসিব হামিদ এবং বেন স্টোকসও। দুইজনই পেসার কামিন্সের শিকারে পরিণত হন।

৫০ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বসা ইংল্যান্ডকে পথ দেখানো শুরু করেন ওলি পোপ এবং জস বাটলার। দুইজন মিলে গড়ে তোলেন ৫২ রানের জুটি। তবে ব্যক্তিগত ৩৯ রানে স্টার্কের শিকার হয়ে ফেরেন বাটলার।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ইনিংস। যদিও প্রতিরোধের চেষ্টা করেছিলেন ক্রিস ওকস। শেষের দিকের তিন ব্যাটারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন প্যাট কামিন্স।

প্যাট কামিন্সের পাঁচ উইকেটের পাশাপাশি দুইটি করে উইকেট শিকার করেন স্টার্ক এবং হ্যাজলেউড। ক্যামেরুন গ্রিন শিকার করেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

স্মিথ নয়, অস্ট্রেলিয়া নতুন টেস্ট অধিনায়ক কামিন্স

স্মিথ নয়, অস্ট্রেলিয়া নতুন টেস্ট অধিনায়ক কামিন্স

মানসিক চাপে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে পেইন

মানসিক চাপে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে পেইন