ঢাকা টেস্টের প্রায় আড়াইদিন বৃষ্টিতে ভেসে গিয়েছে। এরপরও ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৮৭ রানে গুটিয়ে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ফলোঅনে পড়েছে মমিনুল বাহিনী।
ঢাকা টেস্টের প্রথম দিন থেকেই ছিল বৃষ্টির প্রভাব। আড়াই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ধারণা ছিল ম্যাচের ফলাফল হবে ড্র। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে ম্যাচে ফলাফল এনে দেওয়ার মতো বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ।
বৃষ্টি বাধা পেরিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক খেলা শুরু করে বাংলাদেশ।
তবে আক্রমণাত্মক খেলতে গিয়ে হিতে-বিপরীত ছাড়া কিছুই হয়নি। চতুর্থদিনে স্কোরবোর্ডে ৭৬ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরেন শীর্ষ ৭ ব্যাটার। আলোকস্বল্পতায় খেলা বন্ধ না হলে চতুর্থ দিনেই হয়তো অলআউট হয়েই যেতে পারতো মমিনুল বাহিনী।
বাজে খেলার পরও আক্রমণাত্মক ব্যাটিংয়ের পক্ষে সাফাই গেয়েছিলেন ব্যাটার নাজমুল হাসান শান্ত। তার মতে এ উইকেটে টিকে থাকার জন্য আক্রমণাত্মক খেলতে হয়।
পঞ্চমদিনের শুরুতেই ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশের জন্য দরকার ছিল ২৫ রান। তবে স্কোরবোর্ডে ১১ রান তুলতেই প্যাভিলিয়েন ফেরেন বাংলাদেশের বাকি তিন ব্যাটার। শেষ পর্যন্ত ৮৭ রানেই অলআউট হয় বাংলাদেশ।
পাকিস্তানি স্পিনার সাজিদ খান ৪৪ রানে ৮ উইকেট তুলে নেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান- ৩০০/৪ (ডি.)
বাংলাদেশ- ৮৭/১০ (সাকিব ৩৩, নাজমুল ৩০, সাজিদ ৮/৪৪)
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]