বছর জুড়েই কনুইয়ের ইনজুরির সাথে যুদ্ধ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মাঠে ফিরলেও বারবার তাকে ইনজুরির কাছে হার মানতে হয়েছে। আবারও দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন উইলিয়ামসন। তাই তো আসন্ন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকবেন না তিনি।
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। এ কারণে মুম্বাই টেস্টে খেলতে পারেননি তিনি। এবার জানা গেল, বাংলাদেশ সিরিজেও থাকছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
মুম্বাইয়ে স্টিড বলেন, ‘ কেন (উইলিয়ামসন) সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ওর মাঠে ফিরতে কয়েকদিন সময় লাগবে।’
এর আগেও কনুইয়ের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। সেবারও প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। এবারও প্রায় ওই রকম সময় লাগবে বলে মনে করেন কোচ স্টিড।
দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকলেও শল্যবিদের ছুরির নিচে যেতে হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে কিউইরা। সে সিরিজেই উইলিয়ামসন ফিরবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি কিউই কোচ গ্যারি স্টিড।
টেস্ট ক্রিকেটে অতিরিক্ত চাপের কারণে উইলিয়ামসন বারবার ইনজুরিতে পড়ছেন বলে মনে করেন কিউই কোচ। তবে দ্রুতই সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন বলে আশাবাদী নিউজিল্যান্ড।
নতুন বছরের প্রথম দিনই বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি। উইলিয়ামসনের অনুপস্থিতিতে এ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম লাথাম।
ভারত সফরের হতাশাকে পাশে রেখে বাংলাদেশের বিপক্ষে ভালো শুরু করতে বেশ আত্মবিশ্বাসী কিউই কোচ গ্যারি স্টিড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]