আইসিসির ‘মাস সেরা’ সেরা ক্রিকেটারের তালিকায় প্রথম বারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রকাশিত আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় নাহিদা মনোনয়ন পেয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন নাহিদা। এ দুই টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২১ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন নাহিদা। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি।
এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং নাসুম আহমেদ পুরুষ ক্রিকেটে মাস সেরা ক্রিকেটের মনোনয়ন পেয়েছিলেন। সাকিব এবং মুশফিক আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিতও হয়েছিলেন। নারী ক্রিকেটারদের মধ্যে নাহিদা আক্তার প্রথমবারের মতো মনোনয়ন পেলেন।
আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়ার তালিকায় নাহিদার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন পাকিস্তানের আনাম আমিন এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথুউস।
নারী ক্রিকেটের পাশাপাশি পুরুষ ক্রিকেটেরও মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের আবিদ আলি, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডেভিড ওয়ার্নার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]