ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো টাইগার যুবারা

কলকাতায় তিন দলের ওয়ানডে সিরিজের ফাইনালে ভারত অনূর্ধ্ব- ১৯ ‘বি’ দলকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

কলকাতায় তিন দলের এ টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব ১৯ দলে বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের যুবারা। আইচ মোল্লার ৯৩ রানে ভর করে ২৩৪ রান তোলে বাংলাদশ অনূর্ধ্ব ১৯ দল। জবাবে মাত্র ৫৩ রানে থামে ভারত অনূর্ধ্ব ১৯ দলের ইনিংস।

আগে ব্যাট করে আইচ মোল্লার ৯৩ রান ছাড়াও মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে করেন ৫০ রান। প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৮ রান।

ভারতের হয়ে তিনটি উইকেট শিকার করেন ধানুশ গদা। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন রবি কুমার, ওম কানাবার ও শ্বাশত দাঙওয়াল।

২৩৫ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই ফিরে যায় ভারতীয় যুবাদের টপ অর্ডারের চার ব্যাটার। এরপর দলকে এগিয়ে নিতে চেষ্টা চালান উদয় সরন এবং কুশাল তাম্বে।

তবে উদয় ২৬ এবং তাম্বে ১১ রান করে ফিরে গেলে আবারও বিপদে পড়ে ভারত অনূর্ধ্ব ১৯ ‘বি’ দল। এবার টাইগার যুবাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি। ফলে ৫৩ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের হয়ে চার উইকেট শিকার করেন নাইমুর রহমান নয়ন। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন আশিকুর জামান এবং মেহরব হোসেন। একটি উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৩৪/১০ (৪১.৪ ওভার) (আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮; ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল: ৫৩/১০ (২১.৩ ওভার) (উদয় ২৬, তাম্বে ১১; নয়ন ৪/১৬, মেহরব ২/৭)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

আবারও যুব বিশ্বকাপ খেলবেন রাকিবুল-সাকিব

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ