এক মৌসুম বিরতি দিয়ে মাঠ গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসর। ছয় দলের এ টুর্নামেন্টে ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটার নয়, কোচ এবং টিম স্টাফদের জন্যও পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি।
বিপিএলে কোনো ছয় দল অংশ নিবে তা এখনও চূড়ান্ত করেনি বিসিবি। অবশ্য তার আগেই পারিশ্রমিকের বিষয়টি জানিয়ে দিয়েছে। এছাড়াও ফ্রাঞ্চাইজি ফি হিসেবে দলগুলোকে এবার ৫ কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছে বিসিবি।
দেশি ক্রিকেটারদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি। বিদেশি ক্রিকেটারদের জন্য ক্যাটাগরি পাঁচটি।
দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ৫০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন। সর্বনিম্ন পারিশ্রমিক ৫ লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৭৫ হাজার ডলার এবং সর্বনিম্ন পারিশ্রমিক ২০ হাজার ডলার।
ক্রিকেটাদের পাশাপাশি কোচ এবং টিম ম্যানেজারদের জন্যও পারিশ্রমিক নির্ধারণ করেছে বিসিবি। হেড কোচদের পারিশ্রমিক হবে ১০ লাখ টাকা, ম্যানেজার পাবেন ৩ লাখ এবং সহকারী কোচের পারিশ্রমিক ২ লাখ ৫০ হাজার টাকা
দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক
এ-প্লাস- ৫০ লাখ (১)
এ -২৫ লাখ (১)
বি -১৮ লাখ (২)
সি ১২ লাখ (২)
ডি ৮ লাখ (৩)
ই ৫ লাখ (৫)
বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক
এ-প্লাস ৭৫ হাজার ডলার
এ-১ ৫০ হাজার ডলার
বি-১ ৪০ হাজার ডলার
সি-১ ৩০ হাজার ডলার
ডি-১ ২০ হাজার ডলার
কোচিং স্টাফ
হেড কোচ ১০ লাখ
ম্যানেজার ৩ লাখ
সহকারী কোচ ২ লাখ ৫০ হাজার (২ জন)
ফিজিও ২ লাখ
ট্রেনার ২ লাখ
অ্যানালিস্ট ২ লাখ
লজিস্টিকস ১ লাখ
ম্যাসেয়ার ৩০ হাজার
টিম বয় ৩০ হাজার (২ জন)
দৈনিক ভাতা:
৪ হাজার, ২০ জন, ৩০ দিন,
জন প্রতি ১ লাখ ২০ হাজার টাকা
টিম বয়রা ১ হাজার ৫০০ টাকা (জন প্রতি ৪৫ হাজার)
নেট বোলাররা প্রতিদিন ৭০০ টাকা করে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]