ঘরের মাঠে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন পেসার খালেদ আহমেদ। তখন থেকেই নিজের প্রথম টেস্ট উইকেট শিকারের অপেক্ষা। তবে সেটার দেখা পাচ্ছিলেন না তিনি। অবশেষ ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ৪১৯তম বলে এসে প্রথম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন খালেদ।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন খালেদ আহমেদ। প্রথম দুই টেস্টে উইকেট শূন্য থাকা খালেদের এ ম্যাচে খেলতে নামাটা ছিল বেশ বিস্ময়কর। তবে এ ম্যাচে এসেই দেখা পেয়েছেন কাঙ্খিত সেই উইকেটের।
ঢাকা টেস্টের প্রথম দুই দিনে বেশ ছন্নছাড়া বোলিং করেছিলেন খালেদ। তবে চতুর্থ দিনে এসে যেন নিজের লাইন-লেন্থ খুঁজে পেয়েছিলেন তিনি। এতেই প্রথম উইকেট দেখা পান খালেদ।
উইকেটের সোজা করা একটি বল লেন্থে গিয়ে স্কিড করে যায়। এ ফ্লিক করে খেলার চেষ্টা করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে টাইমিং করতে না পারায়, সরাসরি বাবরের পায়ে লাগে।
এতেই আম্পায়ারের কাছে বাংলাদেশ দলের জোরালো আবেদন। আবেদনের ভিত্তিতেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম। আর প্রথম টেস্ট উইকেটে স্বাদ পান খালেদ আহমেদ।
অভিষেকের তিন বছর ২৫ দিন পর এসে প্রথম টেস্ট উইকেট শিকার করলেন খালেদ। জানিয়ে দিলেন তিনিও প্রতিপক্ষের ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরাতে পারেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]