অ্যাশেজের প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য একাদশ দিয়েছে অস্ট্রেলিয়া দল। তবে এখনও প্রথম টেস্টের জন্য একাদশ জানায়নি ইংল্যান্ড। তবে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে প্রথম একাদশে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ডারসন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে জস বাটলার।

অ্যান্ডারসন কেন একাদশে থাকবেন না বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইংল্যান্ড। একাদশে না থাকলেও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন ৩৯ বছর বয়সী এ পেসার।

এ বিষয়ে জস বাটলার বলেন, ‘জিমি (জেমস অ্যান্ডারসন) খেলছে না। কিন্তু সে এই মুহূর্তে ফিট আছে। সে আজও বোলিং করেছে। আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করে তাকে রাখছি না। কেননা আমাদের সামনে অনেক লম্বা একটি সিরিজ আছে।’

তবে কি অ্যান্ডারসনকে বিশ্রামে রাখা হচ্ছে? সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার বাটলার।

তিনি বলেন, ‘জিমিকে আমি বোলিং করতে দেখেছি। সে খুব ভালো বোলিং করেছে। তাকে আমি ভালোই দেখেছি। দুঃখিত আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না।’

অ্যান্ডারসন ইংল্যান্ড স্কোয়াডে না থাকলেও খেলবেন বেন স্টোকস। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।

বেন স্টোকস ফেরায় বেশ উচ্ছ্বসিত বাটলার। তিনি বলেন, ‘বেন খেলার জন্য প্রস্তুত। নেটে সে অসাধারণভাবেই খেলেছে। তার অন্তর্ভুক্তি আমাদের জন্য দারুণ একটি ব্যাপার।’

অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই সফল জেমস অ্যান্ডারসন। অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩৫.৪৩ গড়ে ৬০ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজে ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ১৭ উইকেট শিকার করেছিলেন এ পেসার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :