চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে হারের পর ঢাকায় ভাগ্য বদলাতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রকৃতির বাধায় প্রথম দিনে ৯ সেশনে মাত্র তিন সেশনে হয়েছিল খেলা। শেষ পর্যন্ত তৃতীয় দিনে একবারের জন্যও মাঠে গড়ায়নি খেলা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ছিল বৃষ্টির বাধা। তাই তো দ্বিতীয় সেশনে খেলা শুরু হয়েছিল। তবে দিনের খেলা ৩৮ বলের থেকে বেশি স্থায়ী হয়নি। এরপর দ্বিতীয় দিনের তৃতীয় সেশন এবং তৃতীয় দিনে একটি বারের জন্যও খেলা মাঠে গড়ায়নি।
তৃতীয় দিনের বৃষ্টির প্রভাব অনেক বেশি হওয়ায় পাকিস্তান এবং বাংলাদেশ দল হোটেলেই অবস্থান করেছিল। সব অপেক্ষার পর চতুর্থদিনের প্রথম সেশনে মাঠে গড়ায় খেলা।
চতুর্থ দিনের শুরুতে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান নিয়ে মাঠে নামে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বাবর আজম এবং আজহার আলি দলকে সামনে এগিয়ে নিতে পারেননি। উইকেটে থিতু হওয়ার আগেই ফিরে যান তিনি।
আজহার আলিকে শর্ট বলে পরাস্ত করে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার এবাদত হোসেন। অপরদিকে অধিনায়ক বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে শিকার করেন খালেদ আহমেদ। তৃতীয় টেস্টে এসে ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পেলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০৯ রান। উইকেটে অপরাজিত আছেন ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]