নতুন বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আয়ারল্যান্ড দল। সফরে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এ সফরের জন্য সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
আগেই জানানো হয়েছিল ২০২২ সালের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আয়ারল্যান্ড। তবে সে সিরিজের জন্য সূচি প্রকাশ করেনি কোনো বোর্ড। অবশেষে সে সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজ সফরে আয়ারল্যান্ডের সবগুলো ম্যাচই আয়োজিত হবে জ্যামাইকার সাবিনা পার্কে।
দ্বিতীয় বারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড দল। এর আগে ২০২০ সালে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল আইরিশরা।
আসন্ন এ সফর শুরু হবে ৮ জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এ সফর। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জানুয়ারি। সফরের একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
উইন্ডিজ সফরের আগে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো দ্বিপাক্ষীয় সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এ সিরিজ দিয়েই টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]