প্রকৃতির বিরুপ আচরণে ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও। চতুর্থ দিনেও রয়েছে আকাশের গুমোটভাব। তাই তো চতুর্থ দিনেও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা।
ঢাকা টেস্টের শুরু থেকেই ছিল আবহাওয়ার আধিপত্য। প্রথম দিনে নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও শেষ করা যায়নি পুরো দিন। দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছিল মাত্র ৩৮ বল। টানা বর্ষণের কারণে তৃতীয় দিনে মাঠেই আসেনি দুই দল।
চতুর্থ আবহাওয়ার অবস্থা একটু উন্নতি হওয়ায় মাঠে এসেছে দুই দল। তবে নির্ধারিত সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। জানানো হয়েছে ১০.৫০ মিনিটে শুরু হবে খেলা। চতুর্থ দিনে ৮৬ ওভার খেলার চেষ্টা করা হবে।
ঢাকা টেস্টের প্রথম তিনদিনেও শেষ হয়নি একটি ইনিংস। এখনও মাঠে গড়ানোর অপেক্ষায় আরও তিন ইনিংস। তাই তো বলাই যায়, অবধারিত ড্রয়ের দিকে আগাচ্ছে ঢাকা টেস্ট।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল। আর এরই প্রভাবে ঢাকা টেস্টে বাধ সেধেছে বৃষ্টি। টেস্টের প্রথম তিনদিনে ২৭০ ওভার খেলা হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ৬৩ দশমিক ২ ওভার।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান। অপরাজিত আছেন পাকিস্তানের দুই ব্যাটার বাবর আজম এবং আজহার আলি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]