টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ নয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, বাংলাদেশ নয়ে

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল নিউজিল্যান্ড। এবার ভারতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে নেমে গেছে কিউইরা।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে লড়াই করে ড্র করলেও দ্বিতীয় টেস্টে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি নিউজিল্যান্ড।

মুম্বাই টেস্টে ৩৭২ রানের বিশাল জয় পায় ভারত। এ জয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরে বিরাট কোহলি ভারত।

ভারতের কাছে দুই নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হারে নিউজিল্যান্ডের রেটিং তিন  পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১। অপরদিকে তিন পয়েন্ট বেড়ে ভারতের রেটিং ১২৪। 

১০৮ রেটিং নিয়ে তিন আছে অস্ট্রেলিয়া। অজিদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। বুধবার (৮ ডিসেম্বর) অ্যাশেজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।

এর পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের অবস্থান নয় নম্বরে। আর জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে।

টেস্ট স্ট্যাটাস পেলেও র‍্যাঙ্কিংয়ে আসার জন্য পর্যাপ্ত ম্যাচ খেলেনি আফগানিস্তান  এবং আয়ারল্যান্ড। তাই তো তাদেরকে র‍্যাঙ্কিংয়ে বিবেচনা করা হয়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ

ভারতের প্রোটিয়া সফরের নতুন সূচি প্রকাশ

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

গ্রাউন্ডসম্যানদের অনুদান দিল টিম ইন্ডিয়া

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

আইপিএলে কোচ হতে প্রস্তুত শাস্ত্রী

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল

ভারতে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন এজাজ প্যাটেল