ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তবে সিরিজ হবে সংক্ষিপ্ত। তাই তো সফরের জন্য নতুন সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
হঠাৎ করেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দ্রুতই ছড়িয়ে পড়ায় স্থগিত হয় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ড সিরিজ। শুধু তাই নয়, স্থগিত করা হয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। এতেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শঙ্কা জাগে।
তবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বিরাট কোহলির দল। তবে সফর হবে সংক্ষিপ্ত। এর পরই সিএসএ-র পক্ষ থেকে নতুন করে সূচি প্রকাশ করা হলো।
পুরাতন সূচি অনুযায়ী তিনটি করে ওয়ানডে ও টেস্ট এবং চারটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে নতুন সূচিতে বাদ টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ সিরিজ আয়োজিত হবে বলে জানানো হয়েছে।
নতুন সফর সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বরের পরবর্তে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজ। অর্থাৎ বক্সিং ডেতে গড়াবে প্রথম টেস্ট।
সিরিজের প্রথম টেস্টের তিন ভেন্যু হলো সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গ এবং কেপটাউন। অপরদিকে প্রথম দুই ওয়ানডে আয়োজিত হবে পার্লে এবং তৃতীয় ওয়ানডের ভেন্যু কেপটাউন।
সফরসূচি
টেস্ট
১ম টেস্ট : ২৬-৩১ ডিসেম্বর,২০২১, সেঞ্চুরিয়ন
২য় টেস্ট : ৩-৭ জানুয়ারি,২০২২, জোহানেসবার্গ
৩য় টেস্ট : ১১-১৫ জানুয়ারি, ২০২২, কেপটাউন
ওয়ানডে
১ম ওয়ানডে : ১৯ জানুয়ারি,২০২২, পার্ল
২য় ওয়ানডে : ২১ জানুয়ারি,২০২২, পার্ল
৩য় ওয়ানডে : ২৩ জানুয়ারি, ২০২২, কেপটাউন
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]